ধাপ-১: আপনার সুবিধা মতো তারিখ ও সময়ে (ছুটির দিন সহ যে কোন দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) প্রজেক্ট ভিজিট করার জন্য নির্ধারিত নাম্বারে(+8801977672672) কল করে ভিজিট টাইম নিশ্চিত করুন।
ধাপ-২: নির্ধারিত তারিখ ও সময়ের কমপক্ষে ১(এক) ঘন্টা পূর্বে নির্ধারিত নাম্বারে ভিজিটের বিষয়টি রিকনফার্ম করুন।
ধাপ-৩: কোম্পানির ফ্রী ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত তারিখ ও সময়ের কমপক্ষে ১(এক) ঘন্টা পূর্বে ভিজিটের বিষয়টি রিকনফার্ম করে নির্ধারিত সময়ে গাড়ির জন্য অপেক্ষা করুন।
ধাপ-৪: ভিজিট সম্পন্ন করে আরো বিস্তারিত তথ্যের জন্য কোম্পানির ফ্রী ট্রান্সপোর্ট ব্যবহার করে আমাদের অফিসে চলে আসুন।